১. জেলা সমাজসেবা কার্যালয় : ভিটিশীলমন্দি (টাওয়ার বিল্ডিং), পৌর করস্থানের পার্শ্বে, মুন্সীগঞ্জ৷
২. উপজেলা সমাজসেবা কার্যালয় : ০৬ টি৷
সদর, গজারিয়া, সিরাজদিখান, লৌহজং, টংগীবাড়ি, শ্রীনগর৷
৩. পলী সমাজসেবা কার্যক্রম : ০৬ টি উপজেলায়৷ সদর, গজারিয়া, সিরাজদিখান, লৌহজং, টংগীবাড়ি, শ্রীনগর৷
৪. পলী মাতৃকেন্দ্র কার্যক্রম : ০৪টি উপজেলায়৷ গজারিয়া, সিরাজদিখান, লৌহজং, টংগীবাড়ি৷
৬. এসিডদগ্ধ মহিলা ও শারীরিক প্রতিবন্ধীদের পূনর্বাসন কার্যক্রম: ০৬ টি উপজেলা ও ০১ টি শহর সমাজসেবা কার্যালয়৷
৭. আশ্রয়ণ প্রকল্পের ঘূর্ণায়মান তহবিল : ০২ টি উপজেলায়৷ সিরাজদিখান ও টংগীবাড়ি৷
৮. সরকারি শিশু পরিবার (বালক) : ০১ টি (১০০ আসন বিশিষ্ট) শ্রীনগর উপজেলার ভাগ্যকূলে অবস্থিত৷
৯. হাসপাতাল সমাজসেবা কার্যালয় : ০১টি৷ জেনারেল হাসপাতাল, মুন্সীগঞ্জ৷
১০. সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম : ০১টি৷ মুন্সীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়৷
১১. শহর সমাজসেবা কার্যালয় : ০১টি৷ ভিটিশীলমন্দি (টাওয়ার বিল্ডিং), পৌর করস্থানের পাশ্র্েব, মুন্সীগঞ্জ৷
১২. প্রবেশন এ্যান্ড আফটার কেয়ার সার্িভসেস : ০১টি৷ জেলা সমাজসেবা কার্যালয়ে এর অফিস অবস্থিত৷
১৩. বয়স্কভাতা কার্যক্রম : সমগ্র জেলায়৷
১৪. অসচ্ছল প্রতিবন্ধীভাতা কার্যক্রম : সমগ্র জেলায়৷
১৫. বিধবা ও স্বামী পরিত্যক্তা দু:স্থ মহিলাভাতা কার্যক্রম : সমগ্র জেলায়৷
১৬. মুক্তিযোদ্ধা সম্মানিভাতা কার্যক্রম : সমগ্র জেলায়৷
১৭. প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি কর্মসূচি : সমগ্র জেলায়৷
১৮. ক্যাপিটেশন গ্রান্ট প্রাপ্ত বেসরকারি এতিমখানা সংখ্যা : ২১ টি৷ (সমগ্র জেলায়) নিবাসীর সংখ্যা- ২৭৯ জন৷
১৯. স্বেচ্ছাসেবী সংস্থা/প্রতিষ্ঠান নিবন্ধনের সংখ্যা : ৫০৪ টি৷ সমগ্র জেলায়৷
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS