ইনোভেশন টিম, সমাজসেবা অধিদফতর প্রকাশনা ও সম্পাদনায় যাত্রা শুরু করল "ই-সমাজকল্যান বার্তা"। সারা দেশের বিভাগ, জেলা, উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়ের সমাজসেবা অধিদফতর তথা সমাজকল্যাণ মন্ত্রনালয়ের সম্পর্কে জানার অবারিত সুযোগ থাকছে এই বার্তায়। মুলত বর্তমান সরকারের জনকল্যাণমুখী সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রম (Social Safety Net Programmes); প্রবীণ সুরক্ষা; নারী ও শিশু সুরক্ষা; সকল ধরনের প্রতিবন্ধী সুরক্ষা অথ্যাৎ সমাজের সর্বস্তরের মানুষের জন্য উক্ত অধিদফতরের পরিচালিত নানামুখী প্রায় ৫৪ টি কার্যক্রমের হালনাগাদ তথ্যের প্রানবন্ত উপস্থাপনা রয়েছে এই ই-বার্তায়। যা ইতিমধ্যে সূধীজন মহলে প্রশংসিত হয়েছে। আপনারা সকলে আমন্ত্রিত।
বার্তায় প্রবেশ করুন এই লিঙ্কে http://dssbulletin.gov.bd/bd
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস