৩য় ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৯ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে শ্রেষ্ট অধিদফতরের মর্যাদা পেল সমাজসেবা অধিদফতর। উক্ত অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা স্মারক ও সনদ গ্রহন করেন অধিদফতরটির মহাপরিচালক জনাব গাজী মোহাম্মদ নুরুল কবীর। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক এমপি, একই মন্ত্রনালয়ের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম পিএএ সহ সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদফতরের ঊদ্ধতন কর্মকর্তাবৃন্দ।
জাতি গঠনমূলক এই মন্ত্রণালয়ের কার্যক্রমের সিংহভাগ কাজ মাঠ পর্যায়ে বাস্তবায়ন করে সমাজসেবা অধিদফতর ১০৩২ টি কার্যালয়ের মাধ্যমে। বর্তমান সরকারের সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি বাস্তবায়নে মাঠ পর্যায়ে কর্মরত রয়েছে অধিদফতরটির মেধাবী ও চৌকষ কর্মকর্তা- কর্মচারীর সমন্বয়ে গঠিত এক কর্মী বাহিনী। অব্যাহতভাবে দীর্ঘদিন যাবত ই-নথি তে প্রথম স্থান অর্জন, বিভিন্ন সেবামূলক ওয়েব সাইট ও এপ্যস তৈরি, ই-গভর্নেন্স বাস্তবায়ন, আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনয়নসহ নানাবিধ ডিজিটালাইজড কার্যক্রমের ঈর্ষনীয় সাফল্য প্রদর্শন করে আসছে সমাজসেবা অধিদফতর। অনুষ্ঠানে ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে সমাজসেবা অধিদফতরের জয় যাত্রা আরোও বেগবান হবে- এই আশাবাদ ব্যক্ত করা হয়।
সমাজসেবা অধিদফতরের অতুলনীয় সফলতায় মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে জেলা সমাজসেবা কার্যালয়, মুন্সীগঞ্জ এর কর্মকর্তা/কর্মচারী নির্বিশেষে সকলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস